আয়না২৪ ডেস্ক
মাস তিনেক আগে নোবেল জয়ী মালালা ইউসুফজাইয়ের মা তুর পেকাই এক সাক্ষাৎকারে বলছিলেন, মেয়েটা সারাদিন রাত জেগে পড়াশোনা করে। ভাল করে খাওয়া-দাওয়া করারও সময় পায় না। সে দিন তাঁর গলায় শোনা গিয়েছিল মেয়ের লেখা পড়তে না পারার হতাশা। কারণ, তিনি যে ইংরেজি পড়তে পারেন না।
সেই আক্ষেপ কাটাতে চলেছেন তিনি। শিখছেন ইংরেজি তুর। নিজেই টুইট করে সে কথা জানিয়েছেন মালালা।
পাশাপাশি জানিয়েছেন, নিজের নতুন বই প্রকাশের কথা। আগামী অক্টোবরে প্রকাশিত হবে তাঁর প্রথম ছবির বই, ‘মালালার ম্যাজিক পেনসিল’। টুইটে আবেগঘন মালালা লিখেছেন, ‘‘মা হচ্ছেন আমার বইয়ের প্রথম পাঠক।’’
মালালার নতুন বইতে কী আছে?
প্রকাশনা সংস্থা ‘হ্যাচেট’ বইটি সম্পর্কে জানিয়েছে— ‘‘ছোটবেলায় একটা জাদু পেনসিলের কথা ভাবত মালালা। ওই পেনসিল দিয়ে জাদু করে সে সবাইকে খুশি রাখবে, শহরের জঞ্জালের গন্ধ মুছে ফেলবে, ফলে আরও একটা ঘণ্টা বেশি ঘুমোতে পারবেন সাধারণ মানুষ।’’ সেই ছোট ছোট ইচ্ছেগুলো নিয়েই বইটা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত হয়েছেন সর্বকনিষ্ঠ নোবেল জয়ী মালালা। গত মাসে টুইটার অ্যাকাউন্ট খুলেছেন । যে অ্যাকাউন্ট মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে অনুগামীর সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ছাড়িয়ে গিয়ে রেকর্ড সৃষ্টি করেছে।