অায়না২৪ প্রতিবেদন
গতকাল গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন কলেজছাত্রীসহ ৭ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যান ও লেগুনার সংঘর্ষে পাঁচ জন এবং পোড়াবাড়ি ও কাশিমপুর এলাকায় পিকআপ ও প্রাইভেটকার দুর্ঘটনাকবলিত হলে আরো ২জন নিহত হন।
মাস্টারবাড়ি: মাস্টারবাড়িতে নিহত পাঁচ জনের মধ্যে তিন জনই একই কলেজের ছাত্রী। এরা হলেন ওই এলাকার শাহ জামালের মেয়ে সাদিয়া আফরিন রিমি (১৭), ভাওরাইদের ফরহাদ হোসেনের মেয়ে ফারহানা আক্তার শিখা (১৬) এবং উত্তর সালনা এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে খাদিজা (১৬)। এরা গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তারা কলেজ শেষে বাড়ি ফিরছিলেন। এছাড়া এ ঘটনায় লেগুনাচালক ( ৩৫) ও এক পুরুষ যাত্রী (৩০) মারা গেছেন। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
নাওজোর হাইওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম ও স্থানীয়রা জানান, মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি কাভার্ডভ্যান পার্ক করা ছিল। দুপুর আড়াইটার দিকে চৌরাস্তাগামী একটি যাত্রীবাহী লেগুনা সেখানে পৌঁছলে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়। তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক আরো এক জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের এ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন রাজেন্দ্রপুর এলাকার শরিফ (২২), খাইলকুর এলাকার রেজাউল, সালানা এলাকার গিয়াস উদ্দিন, জয়দেবপুরের ছায়াতরু এলাকার শহীদুল (২৪), জয়দেবপুর এলাকার মামুন ও অজ্ঞাত একজন (৩৫) ।
পোড়াবাড়ি: একইদিন সকাল ১১টার দিকে মুরগির খাঁচাবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাজীপুর সিটির পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খায়। এসময় পিকআপের উপর থেকে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই হেলপার শাহ আলম নিহত হন।
এছাড়া জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এএসআই মো. ফজলুল হক জানান, একইদিন সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের সুরাবাড়ি ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকার খাদে পড়ে গেলে কারের চালক নিহত এবং এর দুই যাত্রী আহত হয়েছেন। নিহত আরাফাত হোসেন (২০) টঙ্গীর মন্নুনগর এলাকার বাসিন্দা আব্দুর রবের ছেলে। আহত দুইজন হলেন-জামালপুরের দেওয়ানগঞ্জ থানার খরমা নতুনবাজার এলাকার মোক্তার আলীর ছেলে জুয়েল (২০) ও একই জেলার বকসীগঞ্জ থানার শান্তিনগর এলাকার ঈমান আলীর ছেলে মো. বাবু মিয়া (১৫)। হতাতরা সকলেই স্থানীয় ইউসুফ আলী মার্কেটের ফখরুল ইসলাম ওয়ার্কশপের কর্মী। তারা কারটি মেরামত করে পরীক্ষামূলকভাবে চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়েন।