ঢাবিতে ভর্তির আবেদন শুরু ৭ আগস্ট

আগস্ট ৪, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৭ আগস্ট দুপুর দুটা থেকে শুরু হবে। আর এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৯ আগস্ট মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত।

উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ ভর্তি কমিটির সদস্যদের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর, ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা ১৬ সেপ্টেম্বর, ‘খ’ ইউনিটের পরীক্ষা ২২ সেপ্টেম্বর, ‘চ’ ইউনিটের অংকন পরীক্ষা ২৩ সেপ্টেম্বর, ‘ক’ ইউনিটের পরীক্ষা ১৩ অক্টোবর এবং ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওয়েবসাইটের মাধ্যমে ও বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীকালে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোঃ আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ কামাল উদ্দিন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্টার, প্রকটর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।