• Home  / 
  • খেলা  / 

আগামী ১৮ আগস্ট ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

আগস্ট ৩, ২০১৭
Spread the love

আয়না ২৪ ক্রীড়া

ক্রিকেট অস্ট্রেলিয়া ও খেলোয়াড়দের মধ্যে বেতন-ভাতা সংক্রান্ত চুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্ক, আলোচনা চলছিল।

অবশেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সমঝোতা হয়েছে।  নির্ধারিত সময়েই বাংলাদেশ সফর করবে স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নাররা।

আজ বৃহস্পতিবার সকালেই সমঝোতায় রাজি হয়েছে সিএ ও এসিএ। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েব সাইটে দেওয়া তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৮ আগস্ট ঢাকায় পা রাখবে স্টিভেন স্মিথের দল। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসনের সঙ্গে মিলে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড দুই পক্ষের সমঝোতার বিষয়টি ঘোষণা দেবেন।’

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিসি) স্থানীয় সময় সাড়ে চারটায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হবে।

ফতুল্লায় ২২-২৩ আগস্ট দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এরপর আসল লড়াই। ঢাকায় প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ২৭ আগস্ট। আর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর। এ সফর সামনে রেখে ১০ আগস্ট ডারউইনে শুরু হবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ট্রেনিং ক্যাম্প।