আয়না২৪ প্রতিবেদন
যাত্রী সংকটের কারণে আজ সোমবার দুপুর দেড়টার হজ ফ্লাইট বিজি৩০২৯ বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
নিয়মানুসারে, হজের জন্য সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে যে ক’টি স্লট আছে ঠিক সেই ক’টি ফ্লাইট অবশ্যই যেতে হবে।
এ ব্যাপারে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সংখ্যক ফ্লাইট তৈরি থাকার পরও ঠিক সময়ে ই-ভিসা না আসায় বহুসংখ্যক যাত্রী হজে যেতে পারছেন না। এ কারণেই ফ্লাইট বাতিল করতে হয়েছে।
উল্লেখ্য, ভিসা জটিলতার কারণে গতকাল রবিবারও বিমানের একটি হজ ফ্লাইট বাতিল করা হয়। এর আগে শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের দুটি হজ ফ্লাইট কম যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে সৌদি এয়ারলাইন্স ৭৮ জন হজযাত্রীকে রেখেই চলে যায়।