• Home  / 
  • বরিশাল  / 

দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না–বরিশালে মীর্জা ফখরুল

জুলাই ২৬, ২০১৭
Spread the love

বরিশাল প্রতিনিধি

 নির্বাচন নিয়ে আওয়ামীলীগ চাল খাটাচ্ছে, তবে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না। এরা ভোটের সময় র‌্যাব, পুলিশ ব্যবহার করে সুবিধা নিতে চাইছে। তাদের ইচ্ছা সহায়ক সরকার ব্যতীত নির্বাচনের মধ্যদিয়ে ফের ক্ষমতায় থাকতে চাওয়া। তবে আওয়ামীলীগের এই ইচ্ছা এবার বাস্তবায়ন করতে দেওয়া যাবে না।

বরিশালে সদস্য সংগ্রহ অভিযানে জেলা দক্ষিণ বিএনপির আয়োজনের সভায় এই কথা বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে সভায় মহাসচিব আরো বলেন, পাঁচ জানুয়ারীর নির্বাচনে কেবল আমরাই নয়; কোন বিরোধী দলই অংশ নেয়নি। এবারে সহায়ক সরকার ব্যতীত নির্বাচন আমরা করতে দেবো না। আগত তরুণদের উদ্দেশ্যে বলেন, কেবল নিজের ভোট নয়, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে যাতে ভোট চুরি না হতে পারে। এজন্য দলে কোন বিভেদ নয়, ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এখানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল নগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনসহ অন্য নেতারা।