সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

জুলাই ২৬, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিবেদন

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে লিটন মিয়া (১৭) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ ভোরে বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ওপারে ভারতের ৩০০ গজ অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।  

অাটককৃত ব্যক্তির নাম লিটন। তিনি পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে।

বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ বলেন, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় কয়েকজন গরু পাচারকারীসহ গরু আনতে ওই সীমান্ত হয়ে ভারতের ভেতরে অনুপ্রবেশ করে লিটন।

এসময় ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের একটি টহল দল তাদের ধাওয়া দিলে সবাই পালিয়ে গেলেও আটক হন লিটন।

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।