আয়না২৪ ডেস্ক
বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দু’মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইসলামাবাদের জেলা প্রশাসক এই ধারাটি প্রয়োগের ব্যাপারে উল্লেখ করেছেন, ‘জনগণের একটা অংশ সভা-সমাবেশ করার পরিকল্পনা করেছেন। তাদের এই পরিকল্পনার কারণে সাধারণ মানুষের শান্তি ও শৃংখলা বিঘ্নিত হতে পারে।’
১৪৪ ধারার এই নোটিশটি জারি করা হয়েছে ইসলামাবাদের ডেপুটি কমিশনার মুশতাক আহমদের কার্যালয় থেকে। নোটিশে বলা হয়েছে, এই নির্দেশ দুই মাস বলবৎ থাকবে। নোটিশে বলা হয়, তাদের কাছে খবর আছে, জনগণের একটা অংশ ধর্মীয় ও সাম্প্রদায়িক বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করেছে।
তাদের এই বিক্ষোভ সমাবেশ জননিরাপত্তা ও মানুষের জান-মালকে বিপদাপন্ন করতে পারে। ১৪৪ ধারার নিয়ম অনুসারে এই ধারাটির আওতাভুক্ত স্থানে প্রকাশ্যে পাঁচ জনের বেশি মানুষ একত্র হতে পারে না, কোনো মিছিল বা সমাবেশ হতে পারবে না।
পাকিস্তানে প্রায়ই ১৪৪ ধারা জারি হয়ে থাকে। বিশেষ করে মহররম মাসে এবং নববর্ষের সময় হাঙ্গামা এড়ানোর জন্য এই ধারাটি প্রয়োগ হতে দেখা যায়। ইসলামাবাদে সর্বশেষ তেহরিকে ইনসাফের ইসলামাবাদ ঘেরাওয়ের সময় এই ধারাটি ব্যবহার হয়েছিল।