• Home  / 
  • বিশ্ব  / 

গনোরিয়া রোগ নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Spread the love

আয়না২৪ ডেস্ক

গনোরিয়া রোগটি প্রধানত যৌন সংসর্গের মাধ্যমে ছড়ায় । সম্প্রতি এ রোগের বিস্তারের কারণে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

তারা জানিয়েছে, রোগটির বিস্তার রোধ করতে হলে কনডম ব্যবহার করতে হবে সর্বদা। এমনকি ‘ওরাল সেক্স’ এর ক্ষেত্রেও কনডম ব্যবহার করতে হবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, কনডম ব্যবহারে অনীহা ছড়িয়ে পড়ছে গনোরিয়া; আর ‘ওরাল সেক্স’ এই রোগের জীবাণুকে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ভয়ংকর মাত্রায় নিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই পরিস্থিতি গনোরিয়ার নিরাময় অনেক বেশি কঠিন হয়ে তুলেছে; কিছু ক্ষেত্রে তা হয়ে উঠেছে ‘অসম্ভব’।

মূলত যৌন সংসর্গের মাধ্যমে ছড়ানো এই রোগের জীবাণু অ্যান্টোবায়োটিকের বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ ক্ষমতা অর্জন করছে। কার্যকর নতুন অ্যান্টোবায়োটিক উদ্ভাবনে খুব বেশি সাফল্য এখনও না আসায় পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিবছর বিশ্বে প্রায় সাত কোটি ৮০ লাখ মানুষ এ রোগের সংক্রমণের শিকার হচ্ছেন, যা অনেকের ক্ষেত্রে সন্তান জন্মদানে অক্ষমতা সৃষ্টি করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ টিওডোরা উই বলেন, ‘গনোরিয়ার জীবাণু বেশ স্মার্ট। প্রতিবার যখনই আপনি এটি ধ্বংসে নতুন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, ততবারই এটি নিজেকে সেটি প্রতিরোধম করে তোলে।’