আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী – তালতলী সড়কের আলীর বন্দর নামক স্থানে সড়ক দুঘর্টনায় মা সুখী বেগম (২২) ও তাঁর মেয়ে আয়শা (৪) নিহত হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার দুপুর ১২ টার দিকে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, চট্রগ্রামগামী রোহান পরিবহন যাত্রী নিয়ে তালতলী বাস কাউন্টার থেকে সকাল সাড়ে ১১ টার দিকে চট্রগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। আমতলী-তালতলী সড়কের আলীর বন্দর নামক স্থানে আসলে পিছন দিক থেকে একটি মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং মাহেন্দ্রোর যাত্রী সুখি বেগম ও কন্যা আয়শা ছিটকে রাস্তায় পড়ে গেলে বাস চাপা দেয়। ঘটনাস্থলে মা সুখি বেগম নিহত হয়। গুরুতর আহত তাঁর মেয়ে আয়শাকে স্থানীয় লোকজন উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহাদাত হোসেন শিশুর মৃত্যু ঘোষণা করেন।
নিহত সুখী বেগমের বাড়ি বরগুনা সদর উপজেলার বুড়িরচর গ্রামে। তার স্বামীর নাম নুরুজ্জামান। মা ও মেয়ে তালতলীর লাউপাড়া গ্রামের বাবা আলতাফ হাওলাদারের বাড়িতে ঈদ উপলক্ষে সোমবার বিকেলে বেড়াতে আসে। বুধবার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি বুড়িরচর গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
তালতলী থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছি এবং বাসটি আটক করা হয়েছে।