• Home  / 
  • জাতীয়  / 

১৫ দিনের মধ্যে ভিয়েতনাম থেকে চাল পৌঁছাবে : রাষ্ট্রদূত

জুন ২২, ২০১৭
Spread the love

আয়না২৪ ্ প্রতিবেদন

ভিয়েতনামের নবনিযুক্ত রাষ্ট্রদূত ট্রান ভান খোয়া বলেছেন, তার দেশের চালের প্রথম চালান আগামী ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। খবর বাসসের। 
 
রাষ্ট্রদূত বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদ কার্যালয়ে সাক্ষাৎকালে এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। 
 
রাষ্ট্রদূত বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে চাল বাণিজ্য সম্পর্কিত সমঝোতা স্মারকের সম্প্রসারণে সন্তোষ প্রকাশ করে বলেন, ভিয়েতনাম থেকে চালের প্রথম চালান ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।
 
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমরা অতিরিক্ত চাল মজুদ করতে চাই। যুদ্ধের পর ভিয়েতনাম উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। দেশটি আমাদের জন্য এক উদাহরণ এবং আমরা তা অনুসরণ করছি। স্বাধীনতার জন্য ভিয়েতনামের মতো আমাদেরকেও যুদ্ধ করতে হয়েছে।
 
শেখ হাসিনা বলেন, যুদ্ধের পর বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে মাত্র সাড়ে ৩ বছর সময় পেয়েছিলেন।
 
প্রধানমন্ত্রী বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়া দেশগুলোর মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশ ও ভিয়েতনাম বাণিজ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে অভিজ্ঞতা বিনিময় করতে পারে।
 
দারিদ্র্যকে উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন সমস্যা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী এই অভিশাপ নির্মূলে সম্মিলিত প্রয়াসের আহ্বান জানিয়ে বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে এক্ষেত্রে সাফল্য অর্জিত হবে।
 
সন্ত্রাসবাদ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করে ভিয়েতনামের রাষ্ট্রদূত বলেন, আমাদের মধ্যে অনেক মিল রয়েছে এবং আমরা একে অপরের কাছে শিখতে পারি।
 
তিনি প্রধানমন্ত্রীর দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে বলেন, আপনার নেতৃত্বে অনেক ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।
 
ট্রান ভান বিগত অর্থবছরে বাংলাদেশের ৭.২৪ শতাংশ জিডিপি অর্জনেরও প্রশংসা করেন।
 
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।