আসছেঈদুল ফিতরে সড়ক পথে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও বিভাগের অধীন সংস্থাগুলোর সকল কর্মীদের ছুটি বাতিল করেছে সরকার।
১৯ জুন থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত ছুটি বাতিল করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে সোমবার (১৯ জুন) তিনটি অফিস আদেশ জারি করা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব এহছানে এলাহী, জ্যেষ্ঠ সহকারী সচিব ফারহানা রহমান এবং সহকারী সচিব মোহা. লিয়াকত আলী খান স্বাক্ষরিত আলাদা তিনটি আদেশে বলা হয়- ঈদের পাশাপাশি চলমান বর্ষা মৌসুমের বিষয়টি বিবেচনা করে ছুটি বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ বা ২৭ জুন দেশে মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। ২৬ জুন ঈদ হলে ২৫, ২৬ ও ২৭ জুন সরকারি ছুটি। ২৭ জুন ঈদ হলে সেক্ষেত্রে সরকারি ছুটি আরও একদিন বাড়বে। সেক্ষেত্রে ২৮ জুনও ছুটি থাকবে। কিছুদিন ধরে ক্রমাগত বৃষ্টি চলতে থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। বিভিন্ন স্থান থেকে যানজটে ভোগান্তিরও খবর আসছে।