আয়না২৪ ডেস্ক
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে পাকিস্তানের। রোববার ফাইনালকে একপেশে বানিয়ে ভারতকে ১৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করে দেশটি। এই জয়ের সুবাদে এক ধাপ এগিয়ে বাংলাদেশকে টপকে ছয়ে ওঠে এলো সরফরাজ আহমেদের দল।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হেরে এক পয়েন্ট হারায় বাংলাদেশ। টাইগারদের পয়েন্ট কমে দাঁড়ায় ৯৪-এ। অন্যদিকে ৯৩ পয়েন্ট নিয়ে ফাইনাল খেলতে নামে পাকিস্তান। ভারতকে হারিয়ে দুই পয়েন্ট পাওয়ায় বাংলাদেশকে সাতে নামিয়ে দিয়ে ছয়ে ওঠে যায় পাকিস্তান।
ফাইনালে হেরে অবনতি হয়েছে ভারতেরও। বাংলাদেশকে হারিয়ে তিন নম্বরে উঠেছে বিরাট কোহলির দল। তবে ফাইনালে পাকিস্তানের কাছে হেরে দুই পয়েন্ট খুইয়ে ফেলে টিম ইন্ডিয়া। যে কারণে ১১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বর থেকে তিনে নেমে যায় ভারত। ১১৭ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া দুইয়ে অবস্থান করছে। শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১৯।
বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এক ধাপ পেছালেও সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেল মাশরাফির দল। ২০১৯ বিশ্বকাপে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল সরাসরি জায়গা করে নেবে। আপাতত আট নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের (৭৭ পয়েন্ট) চেয়ে ১৭ পয়েন্ট এগিয়ে রয়েছে বাংলাদেশ। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শীর্ষ আটে থাকতে পারলে সরাসরি ২০১৯ বিশ্বকাপে জায়গা করে নেবে টাইগাররা।
স্কোর
ভারত | ||||
রান | বল | ৪ | ৬ | |
রোহিত এলবিডব্লু ব আমির | ০ | ৩ | ০ | ০ |
ধাওয়ান ক সরফরাজ ব আমির | ২১ | ২২ | ৪ | ০ |
কোহলি ক শাদাব ব আমির | ৫ | ৯ | ০ | ০ |
যুবরাজ এলবিডব্লু ব শাদাব | ২২ | ৩১ | ৪ | ০ |
ধোনি ক ইমাদ ব হাসান | ৪ | ১৬ | ০ | ০ |
কেদার ক সরফরাজ ব শাদাব | ৯ | ১৩ | ২ | ০ |
পান্ডিয়া রানআউট | ৭৬ | ৪৩ | ৪ | ৬ |
জাদেজা ক আজম ব জুনাইদ | ১৫ | ২৬ | ০ | ০ |
অশ্বিন ক সরফরাজ ব হাসান | ১ | ৩ | ০ | ০ |
ভুবনেশ্বর অপরাজিত | ১ | ৮ | ০ | ০ |
বুমরা ক সরফরাজ ব হাসান | ১ | ৯ | ০ | ০ |
অতিরিক্ত (লেবা ২, ও ১) | ৩ | |||
মোট (৩০.৩ ওভারে অলআউট) | ১৫৮ | |||
উইকেট পতন: ১-০ (রোহিত, ০.৩), ২-৬ (কোহলি, ২.৪), ৩-৩৩ (ধাওয়ান, ৮.৬), ৪-৫৪ (যুবরাজ, ১২.৬), ৫-৫৪ (ধোনি, ১৩.৩), ৬-৭২ (কেদার, ১৬.৬), ৭-১৫২ (পান্ডিয়া, ২৬.৩), ৮-১৫৬ (জাদেজা, ২৭.৩), ৯-১৫৬ (অশ্বিন, ২৮.১), ১০-১৫৮ (বুমরা, ৩০.৩)। | ||||
বোলিং: আমির ৬-২-১৬-৩, জুনাইদ ৬-১-২০-১ (ও ১), হাফিজ ১-০-১৩-০, হাসান ৬.৩-১-১৯-৩, শাদাব ৭-০-৬০-২, ওয়াসিম ০.৩-০-৩-০, জামান ৩.৩-০-২৫-০। | ||||
ফল: পাকিস্তান ১৮০ রানে জয়ী। | ||||
ম্যান অব দ্য ম্যাচ: ফখর জামান। | ||||
ম্যান অব দ্য টুর্নামেন্ট: হাসান আলী। |
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং | ||
র্যাঙ্কিং | দল | রেটিং পয়েন্ট |
১ | দ. আফ্রিকা | ১১৯ |
২ | অস্ট্রেলিয়া | ১১৭ |
৩ | ভারত | ১১৬ |
৪ | ইংল্যান্ড | ১১৩ |
৫ | নিউজিল্যান্ড | ১১১ |
৬ | পাকিস্তান | ৯৫ |
৭ | বাংলাদেশ | ৯৪ |
৮ | শ্রীলঙ্কা | ৯৩ |
৯ | ও. ইন্ডিজ | ৭৭ |
১০ | আফগানিস্তান | ৫৪ |