ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলায় পলি আক্তার (১৮) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সাংগর গ্রামের শ্শুবর বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পলি আক্তার পাড়গোপালপুর গ্রামের কালাম হাওলাদারের মেয়ে ও সাংগর গ্রামের টেম্পুচালক মিঠু মৌলভীর স্ত্রী।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সাংগর গ্রামের শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পরে বিষয়টি স্পষ্ট হবে।
এলাকাবাসী জানায়, এক বছর আগে ভালবেসে বিয়ে করেন পলি ও মিঠু। প্রথম কিছুদিন তাদের সংসার ভালই চলছিল। কিন্তু সম্প্রতি তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পলি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলা হলেও তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়নি।
নিহত পলি আক্তারের বাবা কালাম হাওলাদার বলেন, বিয়ের কিছুদিন পর থেকেই টেম্পু কেনার জন্য বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য বিভিন্ন সময় পলিকে চাপ দিত স্বামী মিঠু। তাই ধারনা করছি যৌতুকের টাকা না দেয়ায় পলিকে হত্যা করে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
এ বিষয় জানতে চাইলে রাজাপুর থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস আয়না২৪-কে বলেন, প্রাথমিকভাবে ধারনা করছি বিষয়টি আত্মহত্যা। ঘাড় ব্যাতীত নিহতের শরীরের অন্য কোথাও আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে।