আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলার তিনটি গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে আকষ্মিক ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে কয়েক হাজার গাছ।
স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে তালতলী উপজেলার সোনাখালী তালতলী বন্দর ও তুলাতলী এই তিনটি গ্রামে আকষ্মিক ঘূণিঝড় আঘাত হানে। প্রায় ১০ মিনিট স্থায়ী এই ঝড়ে এসব এলাকার ১০০ বেশী ঘর সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
তালতলী বন্দরের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, প্রায় ১০ মিনিট স্থায়ী এই ঝড়ে তালতলী, সোনাখালী ও তুলাতলী গ্রামের অন্তত ১০০ থেকে ১২০ টি ঘর আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তালতলী বন্দরের ক্ষতিগ্রস্থ নিজাম খলিফা জানান, রাত পৌনে ১২ টার সময় একটু ঠান্ডা বাতাস ছেড়ে বৃষ্টি আসে। মুহূর্তের মধ্যে তা ঝোড়ো হাওয়ায় পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এতে তিনটি গ্রাম লন্ডভন্ড করে দিয়ে যায়।
বড়বগী ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, ঝড়ে বসতঘরসহ ১০০ বেশী ঘরদোর সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তৈছিফ আহম্মেদ বলেন, ক্ষতিগ্রস্থ ঘরের তালিকা তৈরি করে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।