অতিমাত্রার তাপমাত্রা ২৫ মে পর্যন্ত অব্যাহত থাকবে

Spread the love

আয়না২৪ প্রতিবেদন

 সারাদেশের তাপপ্রবাহ কমার আপাতত সম্ভাবনা নেই। আগামী তিনদিনও তাপপ্রবাহের এ ধারা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে ২৬ মে থেকে তাপপ্রবাহ কিছুটা কমে ২৭ ও ২৮ মে দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস।

মঙ্গলবার (২৩ মে) বেলা ১১টার দিকে তিনি জানান, আগামী ২৫ মে’র আগে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। এসময় তাপপ্রবাহ প্রায় অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার সকাল ৯টায় আবহাওয়ার সর্বশেষ বার্তায় বলা হয়- চাঁদপুর ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় (তিনদিন) আবহাওয়ার এ ধারা প্রায়ই অব্যাহত থাকতে পারে।

সোমবার (২২ মে) সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ও চুয়াডাঙ্গায় ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে ২১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়- আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৮%। এসময় বাতাসের গতি ছিলো দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সর্বশেষ ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।