বরিশাল প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ভাতশালা গ্রামে ইমরান হাওলাদারকে (২৩) হত্যার অভিযোগে স্ত্রী তুলি বেগমকে (১৮) আটক করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ১০টার দিকে নিজ ঘর থেকে হাত -পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধারের পর তুলিকে আটক করা হয় বলে জানান বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান। ইমরান ওই গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।
ফরিদপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আজাদ জানান, বছর খানেক আগে ইমরানের সঙ্গে একই উপজেলার কবাই ইউনিয়নের আমির হোসেনের মেয়ে তুলি বেগমের বিয়ে হয়। এরপর তারা ঢাকায় চলে যান। এক মাস আগে তারা ফের বাড়িতে আসেন। কয়েকদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হলে তুলি তার বাবার বাড়িতে চলে যায়। মঙ্গলবার তুলি স্বামীর বাড়িতে আসেন এবং ওইদিন রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাক-বিতণ্ডা হয়। সকালে তুলি তার শ্বাশুড়িকে বলে তার স্বামীকে কে বা কারা হত্যা করেছে। এসময় ইমরানের হাত -পা বাঁধা লাশ পড়ে থাকেতে দেখে লোকজনকে খবর দেওয়া হয়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আজিজুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি হত্যা বলে তারা মনে করছেন এবং এই হত্যার দায়ে স্ত্রী তুলি বেগমকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলে জানান ওসি ।