বরিশাল প্রতিনিধি
এসএসসিতে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার পাসের হার হার ৭৭ দশমিক ২৪ ভাগ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৮৮ জন শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার সকালে বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এবছর বরিশাল শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ৯৩ হাজার ৬৭৬ জন। এরমধ্যে ছাত্র ৪৭ হাজার ৩৬১ জন এবং ছাত্রী ৪৬ হাজার ৩১৫ জন। এদের মধ্যে পাস করেছে ৭২ হাজার ৩৫৮ জন। এরমধ্যে ছাত্র ৩৫ হাজার ৩৯১ জন এবং ছাত্রী ৩৬ হাজার ৯৬৭ জন।
বিভাগের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে ঝালকাঠি জেলা।
এবার এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে রয়েছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ৪১ ভাগ। যা ২০১৫ সালের তুলনায় ৪ দশমিক ৯৬ ভাগ কম । আর গেল বছরের (২০১৬) এই বোর্ডে পাসের হার কমেছেছিল ২ দশমিক ১৭ ভাগ। জিপিএ -৫ কমেছে ৮২৫টি।