বরগুনা প্রতিনিধি
বরগুনার বরইতলা-বাইনচটকি ফেরিঘাটের বরইতলা প্রান্তের অ্যাপ্রোচ সড়ক ইটের টুকরো ফেলে উঁচু করে দিল ছাত্রলীগের নেতা ও কর্মীরা। আজ মঙ্গলবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনানের নেতৃত্বে ছাত্রলীগের শতাধিক নেতা ও কর্মী স্বেচ্ছাশ্রমে এই কাজ করে। এসময় বরগুনা জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির সেখানে উপস্থিত হয়ে এই কাজে ছাত্রলীগের অংশগ্রহণকে সাধুবাদ জানান।
বরগুনার বরইতলঅ-বাইনচটকি ফেরি ঘাটের দুপাড়ের অ্যাপ্রোচ সড়ক নিচু হওয়ায় জোয়ারের উচ্চতা সামান্য বাড়লেই তা হাঁটু পানিতে নিমজ্জিত হয়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি এই পথের যাত্রীদের ওঠানামায় মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আদনান জানান, মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা স্বেচ্ছাশ্রমে এই কাজ করে দিয়েছি। ভব্যিষ্যতে আমরা এ ধরনের কাজ অব্যাহত রাখবো।