আয়না২৪ ডেস্ক
চরমপন্থার প্রতিবাদে সামাজিক মাধ্যমে সোচ্চার ছিলেন ইয়েমেন রশিদ। তাঁর লেখা ব্লগ রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছিল পাঠককূলে। সেই অপরাধেই মালদ্বীপের বাসিন্দা ইয়েনেনকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করা হল। তাঁর গলায় এবং মুখেও আঘাতের চিহ্ন রয়েছে।
ব্লগারের নৃশংস হত্যার প্রতিবাদে সোচ্চার হয়েছেন মালদ্বীপের বিজ্ঞনেরা। ঘটনার তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। মালদ্বীপের রাষ্ট্রপতি আবদুল্লা ইয়েমেন ঘটনার তীব্র নিন্দা করে বিশেষ তদন্তকারী দলকে তদন্তের নির্দেশ দিয়েছেন। দোষীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
সূত্রের খবর গত কয়েকদিন ধরে চরমপন্থী মতবাদের বিরোধীতা করায় ব্লগার ইয়েমেন রশিককে সামাজিক মাধ্যমে হুমকি দিচ্ছিল কয়েক জন যুবক। এমনকী তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়। ২৯ বছরের ইয়েমেন মালদ্বীপের স্টক এক্সচেঞ্জের কম্পিউটার প্রোগ্র্যামারের কাজ করতেন। সেই সঙ্গে ‘দ্য ডেইলি প্যানিক’ নামে একটি ওয়েবসাইটও চালাতেন। সেখানেই চরমপন্থী আচরণের বিরুদ্ধে লেখালেখি করতেন ।