বরিশালে তিন দিনব্যাপী কৈশোর-তারুণ্যের বই মেলা শুরু

এপ্রিল ১৮, ২০১৭
Spread the love

বরিশাল প্রতিনিধি

কৈশোর-তারুণ্যকে জ্ঞান ও মননশীল পাঠে প্রণোদিত করতে শ্রেণি কক্ষের পাশে বইমেলায় নিয়ে যাওয়ার প্রত্যয়ে বরিশালে তিনদিনের ‘কৈশোর-তারুণ্যে বই’ মেলা শুরু হয়েছে।

 আজ   মঙ্গলবার সকাল ১০টায় হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই মেলার উদ্বোধন করেন কৈশোর-তারুণ্যের বই’র নির্বাহী কমিটির আহবায়ক তুষার আব্দুল্লাহ।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন- যে বই আনন্দ যোগায় স্বপ্ন দেখায় এমনি ধরণের বই শিক্ষার্থীদের হাতের নাগালে নিয়ে যাওয়ার জন্য বিদ্যালয়ে এই বই মেলার আয়োজন।

আর বই হলো সবচেয়ে বড় বন্ধু। এরমধ্যদিয়ে তারুণ্য বিকশিত হবে এটাই কামনা।

এই মেলায় উদ্বোধনী সময়ে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম বদরুজ্জামান কৈশোর তারুণ্যে বই সংগঠনের যুগ্ম আহবায়ক সৈয়দ জাকির হোসেন।

এই মেলায় অনন্যা, প্রথমা, কাকলী প্রকাশনী মিলিয়ে ৮ টি প্রকাশনী অংশ নিয়েছে তাদের বই  নিয়ে।”