আয়না২৪ ডেস্ক
গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় মঙ্গলবারে হওয়া ভয়ানক রাসায়নিক হামলায় মৃতের সংখ্যা ্বআরো বেড়েছে। এখন মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭০ জন৷ মৃতদের মধ্যে ১১ জন আছে শিশু৷ এতে আহত হয়েছে প্রায় ৫০০ ব্যক্তি৷ভয়াবহ এই হামলায় যেন গোটা এলাকায় মৃত্যুর মিছিল চলছে।
এ ঘটনায় কেঁপে উঠেছে গোটা বিশ্ব৷ নিন্দার ঝড় বইছে সর্বত্র। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস খবর দিচ্ছে, বিদ্রোহীদের দখলে থাকা ইদলিবের ঘণ জনবসতিপূর্ণ এলাকায় চারটি রাসায়নিক বোমা নিক্ষেপ করা হয়েছে। মেডিকেল দল জানিয়েছে, প্রত্যেকেরই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে। এই হামলার ফলে গতকাল বুধবার এক জরুরি বৈঠক করেছে জাতিসংঘ৷
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেসহ একাধিক রাষ্ট্রনেতা এই হামলার তীব্র নিন্দা করেছেন৷
বিদ্রোহীরা, ওই হামলার জন্য রাশিয়া ও আসাদ সরকারকে দায়ী করেছে ৷ তবে এই অভিযোগ ভিত্তিহীন দাবি করেছে আসাদ বাহিনী৷ ইতিমধ্যে রাশিয়া জানিয়ে দিয়েছে, ওই এলাকায় তাদের কোনও জঙ্গি বিমান ছিল না৷ আর কোনোভাবেই এমন জঘন্য কাজ করবে না রুশ বাহিনী৷
সিরিয়ায় রাশিয়ার মদদপ্রাপ্ত আসাদ সরকার ও আমেরিকা সমর্থিত সরকারবিরোধী বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে বহু মানুষের মৃত্যু হয়েছে৷ দু’পক্ষই একে অপরের ওপর রাসায়নিক হামলা চালানোর অভিযোগ আছে। তবে এবারের হামলার ভয়াবহতা অনেক বেশি৷