জঙ্গি মুসার মা, ভাই ও বোনের ডিএনএ টেস্ট হচ্ছে!

মার্চ ৩০, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিবেদন

সিলেটের আতিয়া মহলে নিহত চার জঙ্গির মধ্যে নব্য জেএমবির শীর্ষ নেতা মাঈনুল ইসলাম ওরফে মুসা রয়েছেন বলে ধারণা করেছে কাউন্টার টেররিজম ইউনিটসহ ও আইন-শৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তার ডিএনএ টেস্টের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য   মুসার মা, ভাই ও বোনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।    

তবে বিষয়টি সরাসরি স্বীকার করতে চান নি রাজশাহী জেলা পুলিশে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। কিন্তু সূত্রগুলো বলছে, যে কোনো সময় তাদের ঢাকা হয়ে সিলেট নেওয়া হবে। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে জঙ্গি মুসার ডিএনএ মিলিয়ে দেখা হবে। এজন্য  বুধবার রাতে মুসার মা সুফিয়া বেগম, ভাই আবদুল খালেক ওরফে খায়রুল ও কামরুন নাহার বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা সাংবাদিকদের কাছে বিষয়টি সরাসরি স্বীকার করেন নি। এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, সিলেটে নিহত ব্যক্তি জঙ্গি মুসা কি না সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তার পরিবারের সহযোগিতা নেওয়া হচ্ছে।  

 রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের বজ্রকোলা গ্রাম থেকে সন্ধ্যার পর মুসার মা, ভাই ও বোনকে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনিও শুনেছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর কোন ইউনিট নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে তা জানা নেই। সকাল হলে খোঁজ নিয়ে জানতে পারলে বিস্তারিত বলবেন বলে জানান  ওসি।