• Home  / 
  • ঢাকা  / 

বঙ্গবন্ধুর জন্মদিনে পাখির নিরাপদ আশ্রয় দিল স্কাউটস সদস্যরা

মার্চ ১৭, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিনিধি, মানিকগঞ্জ

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মানিকগঞ্জ  জেলায় অদম্য স্কাউট গ্রুপ   নিরাপদ পাখির অভয়ারণ্যের লক্ষ্যে জেলায় এক হাজার মাটির পাখির বাসা গাছে লাগানোর উদ্যোগ নিয়েছে। জেলা প্রসাশক রাশিদা ফেরদৌস  আজ শুক্রবার  সকালে তাঁর বাসভবনের গাছে হাঁড়ি ঝুঁলিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, অদম্য স্কাউট গ্রুপের সম্পাদক সাদিকুর রহমান, জ্যেষ্ঠ রোভার রাজিবসহ স্কাউটসের  সদস্যরা  উপস্থিত ছিলেন।
 
সাদিকুর রহমান জানান, আমাদের যান্ত্রিক জীবনের ভিড়ে পাখিরা শহর ছেড়ে অভয়ারণ্যে চলে যাচ্ছিল। আজ বিশেষ দিনে পাথিদের শহরমুখী করতে আমরা এ উদ্যোগ নিয়েছি।   এজন্য আমরা  এক মাস ধরে  স্কাউট সদস্যদের নিয়ে  এসব পাখির  বাসা সবুজ রঙ্ দিয়ে রঙ করেছি।