• Home  / 
  • অপরাধ  / 

বরিশালে গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার ১০ বছর কারাদণ্ড

মার্চ ১৫, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিনিধি, বরিশাল
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের একটি মামলায় বরিশালের রায়পাশা কড়াপুর শাখা গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক দোলোয়ার হাসানকে দশ বছরের কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল দিয়েছেন আদালত।
বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আসামির অনুপস্থিতিতে আজ বুধবার দুপুরে এই দণ্ডাদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশীদ মামলার নথির বরাত দিয়ে জানান, ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের রায়পাশা শাখার ব্যবস্থাপক দেলোয়ার হাসান দায়িত্ব পালন করার সময় গ্রাহকের ৫ লাখ ২২ হাজার ১০৫ টাকা আত্মসাৎ করেন।
এ ঘটনায় দুদক বরিশাল আঞ্চলিক শাখার সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ৩০ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন। পরে ২০১৪ সালের অক্টোবরে আদালতে চার্জ গঠন করা হয়। ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় প্রদান করেন বিচারক।