আয়না২৪ ডেস্ক
যুক্তরাজ্যে প্রথম বাংলা সংবাদপত্র ‘সত্যবাণী’ প্রকাশিত হয়েছিল ১৯১৬ সালের ১ নভেম্বর। ইতিহাস সৃষ্টিকারী এই পত্রিকাটি সে সময় লন্ডনের মিলফোর্ড লেনের কোনো এক প্রকাশনা সংস্থা থেকে ছাপা হত। প্রথম বিশ্বযুদ্ধের সময় একাধিক ভারতীয় ভাষায় খবর ছাপা হলেও বাংলা খবরই এতে প্রাধান্য পেত।
তবে পত্রিকাটির একটি বিশেষত্ব হলো এর কোন সংখ্যাতেই মালিকানা সংক্রান্ত কোন তথ্য উল্লেখ থাকতো না। যোগাযোগের জন্য যে ঠিকানা লেখা থাকত তা ছিলো প্রকাশকের অফিসের ঠিকানা।
পত্রিকাতে যেসব খবর ছাপা হত তাতে ব্রিটেনের গুণগান ছিলো লক্ষণীয়। সেই সঙ্গে বিনামূল্যে বিতরণ করা হত এটি। এ থেকে অনেকেই ধারণা করতেন সত্য বাণীর প্রকাশনায় কোন সরকারি সংস্থা বা খোদ ব্রিটিশ সরকারের সহায়তা ছিলো।
তৎকালীন ব্রিটেনে বসবাসকারী ভারতীয় যার মধ্যে বাঙালিরাও ছিলেন সেই পাঠকের কথা বিবেচনা করে পত্রিকাটি বের হত। আর ব্রিটেনের সংখ্যালঘুদের কেন্দ্র করে ব্যবসায়িক কৌশলের মধ্যে এটিই ছিলো প্রথম।
আট পৃষ্ঠার পাক্ষিক সত্য বাণীর আকার ছিলো ৫৯ সেমি X ৪২ সেমি। এর প্রথম পৃষ্ঠায় মূল্য লেখা থাকতো ভারতীয় মুদ্রায় ১ আনা (এক আনা= এক টাকার ১৬ ভাগের এক ভাগ)। এ থেকে ইতিহাসবিদরা ধারণা করেন ব্রিটেনের পাশাপাশি তৎকালীন ভারতবর্ষেও পত্রিকাটি বিক্রি হতো।
তবে দুঃখজনক ঘটনা হলো বাংলা ভাষাকে দেশের বাইরে নিয়ে যাওয়া এই পত্রিকাটি ১৯১৮ সালের ২২ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যায়। এর বন্ধ হওয়ারও সুনির্দিষ্ট কোন কারণ জানা যায় না। এর পর দীর্ঘ ২৪ বছর ব্রিটেনে নিয়মিত কোন বাংলা প্রকাশনা ছিলো না। এখন ব্রিটিশ লাইব্রেরির বাংলা জার্নালের ক্যাটালগে এই পত্রিকাটি প্রদর্শিত হচ্ছে।
প্রকাশনার ১০০ বছর পার হয়ে যাওয়ার পর নতুন করে সত্য বাণীর একটি অনলাইন সংস্করণ চালু করা হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনে মেফেয়ার এভিনিউয়ে মিডিয়া সেলিব্রেটিদের উপস্থিতিতে প্রতীকিভাবে চালু করা হয়েছে পত্রিকাটি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য ইনডিপেন্ডেন্ট এর ম্যানেজিং এডিটর ও লন্ডন প্রেস ক্লাবের চেয়ারম্যান ডাউগ উইলস, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার খন্দকার মোহাম্মদ তালহা, সাংবাদিকতার অধ্যাপক মার্টিন ব্রাইট, হাফিংটন পোস্টের লেখক শাহিনা আলি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, ব্রেন্ট মেয়র পারভেজ আহমেদ ও টাওয়ার হ্যামলেটের স্পিকার খালেস উদ্দিন আহমেদ।
সত্য বাণীর সম্পাদক সৈয়দ আনাস পাশা বলেন, “ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশি সংশ্লিষ্ট খবরকে প্রাধান্য দিয়ে একটি বাংলা ও ইংরেজিতে একটি গতিশীল অনলাইন পোর্টাল হবে সত্য বাণী।”