• Home  / 
  • বরিশাল  / 

বরগুনায় আনন্দ মেলার নামে যাত্রা-জুয়ার আয়োজন বন্ধের দাবিতে মানববন্ধন

ফেব্রুয়ারি ২৬, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিনিধি, বরগুনা

কৃষি,কুটির শিল্প ও আনন্দ মেলার নামে অশ্লীল নৃত্য,জুয়া ও অসামাজিক কার্যকলাপ আয়োজন বন্ধের দাবিতে বরগুনায় সচেতন নাগরিক সমাজ মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। আজ  রোববার সকাল ১১টার দিকে বরগুনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক,বরগুনা পৌর কাউন্সিলর তৌহিদ মোল্লা, জেলা আইনজীবী সমিতির সদস্য হুমায়ুন কবির পল্টু, সাবেক ছাত্রদল নেতা তারিকুজ্জামান টিটু, জেলা শ্রমিক দলের সভাপতি গোলাম হায়দার হাদি প্রমুখ।


মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, শিল্প ও বানিজ্য মেলার নামে প্রতিবছর বরগুনার একটি প্রভাবশালী মহল অসামাজিক কার্যকলাপের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী ১ মার্চ থেকে এসব কর্মকাণ্ড আয়োজনের প্রক্রিয়া চলছে।এসব আয়োজনের ফলে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণসহ নানা ধরনের অপরাধ বৃদ্ধিসহ শান্তি-শৃংখলা বিঘ্নিত হয়। এধরনের অসামাজিক কার্যকলাপ কোন অবস্থায় বরগুনায় ্আয়োজন করতে দেওয়া হবে না বলে সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।  স্থানীয় প্রশানের প্রতি দাবি জানিয়ে বক্তরা বলেন, এসব আয়োজনের অনুমতি দেওয়া হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির দেওয়া হবে।