• Home  / 
  • বিশ্ব  / 

চীন সাগরে বিপজ্জনকভাবে মুখোমুখি চীন-মার্কিন যুদ্ধবিমান

ফেব্রুয়ারি ১১, ২০১৭
Spread the love

আয়না ২৪ ডেস্ক

দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। বিশ্বের দুই পারমাণবিক মহাশক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন এগিয়ে চলেছে প্রবল সংঘাতের দিকে! শুক্রবার, মার্কিন প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে জানায়, যে একটি চীনা জঙ্গিবিমান “বিপজ্জনকভাবে” একটি মার্কিন টহলদার বিমানের কাছাকাছি চলে আসে।

মার্কিন প্যাসিফিক কমান্ডের মুখপাত্র রবার্ট শুফোর্ড জানান, চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ-এর একটি কেজে-২০০ জঙ্গিবিমান, দক্ষিণ চীন সাগরের উপর আন্তর্জাতিক আকাশসীমায় টহলরত, মার্কিন নৌসেনার পি-৩সি বিমানের খুব কাছাকাছি চলে আসে। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি বেইজিং।

ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ ও তাইওয়ানের সঙ্গে ওয়াশিংটনের নতুন করে হৃদ্যতা তৈরি হওয়ায় আমেরিকার উপর বেজায় চটেছে বেইজিং৷ ভারতের সঙ্গে জাপানের যৌথ সামরিক অভিযানও মেনে নিতে পারছে না চীন৷ রুশ সীমান্তেও একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে বেইজিং৷

রুশ মিডিয়ার দাবি, ওই ক্ষেপণাস্ত্রের নিশানায় রয়েছে ওয়াশিংটন৷ দ্রুতই ট্রাম্পের সঙ্গে চীন সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সামরিক বিশেষজ্ঞরা৷ সেক্ষেত্রে প্রশান্ত মহাসাগরের বুকে অভূতপূর্ব সামরিক পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা৷ এরকম পরিস্থিতি তৈরি হলে ক্ষয়ক্ষতির দিক থেকে এই যুদ্ধ অতীতের দুটি বিশ্বযুদ্ধকেও বহু গুণে ছাপিয়ে যাবে বলেও আশঙ্কা করা হচ্ছে৷