• Home  / 
  • ঢাকা  / 

নগরকান্দায় বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষ, ১৩ জনের দগ্ধ লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১১, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের গজারিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন লাগে। এতে ১৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশে নগরকান্দা গজারিয়ায় এ ঘটনা ঘটে। হতাহতদের সবাই বাসের যাত্রী।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রেজাউল হক রাত সোয়া ১২টার দিকে ঘটনাস্থল থেকে  জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছেন। তখন পর্যন্ত তারা ১৩ জনের লাশ উদ্ধার করতে পেরেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি।
অপর একটি সূত্র জানায়, ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে পারভেজ টান্সপোর্টের একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাসটিতে আগুন ধরে যায়। 

নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম জানান, হানিফ পরিবহনের বাসটি গ্যাসচালিত ছিল। সংঘর্ষে আগুন ধরে গেলে দুই চালকসহ ১৩জন পুড়ে মারা গেছে।
রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও দমকল কর্মীরা উদ্ধার কাজ করছিল।