গোল্ডেন গ্লোবসের পর অস্কার। এমা স্টোন, রায়ান গসলিং অভিনীত ‘লা লা ল্যান্ড’ এবার জাঁকিয়ে বসল সেখানেও। ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ১৪টি বিভাগে মনোনীত হয়েছে ছবিটি। যা ১৯৫০–এর মেরিলিন মনরো অভিনীত ‘অল অ্যাবাউট ইভ’ এবং ১৯৯৭ সালে লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেটের ‘টাইটানিক’ ছবির সমান। এর আগে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসে সাতটি পুরস্কার জিতে নিয়েছিল ছবিটি। ‘ফ্লেরেন্স ফস্টার জেনকিন্স’ ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন মেরিল স্ট্রিপ। এই নিয়ে কুড়ি বার অস্কারের জন্য মনোনীত হলেন তিনি। ‘লায়ন’ ছবিতে অভিনয়ের জন্য সেরা সহ অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেল। এ বছর অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন টেলিভিশনের জনপ্রিয় মুখ জিমি কিমেল।
এ বছর অস্কারের জন্য মনোনীত ছবিগুলি হল—
সেরা ছবি: অ্যারাইভাল, ফেন্সেস, হ্যাকশও রিজ, হেল অর হাই ওয়াটার, লা লা ল্যান্ড, লায়ন, ম্যাঞ্চেস্টার বাই দ্য সি, মুনলাইট
সেরা অভিনেত্রী: ইসাবেল হুপার্ট (এলি), রুথ নেগা (লাভিং), নাটালি পোর্টম্যান (জ্যাকি), এমা স্টোন (লা লা ল্যান্ড), মেরিল স্ট্রিপ (ফ্লেরেন্স ফস্টার জেনকিন্স)
সেরা অভিনেতা: কেসি অ্যাফ্লেক (ম্যাঞ্চেস্টার বাই দ্য সি), অ্যান্ড্রু গারফিল্ড (হ্যাকশও রিজ), রায়ান গজলিং (লা লা ল্যান্ড), ভিগো মর্টেনসন (ক্যাপ্টেন ফ্যান্টাস্টাটিক), ডেনজেল ওয়াশিংটন (ফে্সেস)
সেরা সহ অভিনেত্রী: ভায়ওলা ডেভিস (ফেন্সেস), নেওমি হ্যারিস (মুনলাইট), নিকোল কিডম্যান (লায়ন), অক্টেভিয়া স্পেন্সার (হিডেন ফিগারস), মিশেল উইলিয়ামস (ম্যাঞ্চেস্টার বাই দ্য সি)
সেরা সহ অভিনেতা: মাহেরশালা আলি (মুনলাইট), জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), লুকাস হেজেস (ম্যাঞ্চেস্টার বাই দ্য সি), দেব প্যাটেল (লায়ন), মাইকেল শ্যানন (নকচারনাল অ্যানিম্যালস)
সেরা পরিচালক: ডেনিস ভিলিনুয়েভ (অ্যারাইভাল), মেল গিবসন (হ্যাকশও রিজ), ডেমিয়েন চাজেল (লা লা ল্যান্ড), কেনেথ লোনেরগান (ম্যাঞ্চেস্টার বাই দ্য সি), ব্যারি জেনকিন্স (মুনলাইট)
সেরা বিদেশি ছবি: এ ম্যান কল্ড ওভ (সুইডেন), ল্যান্ড অফ মাইন (ডেনমার্ক), দ্য সেল্সম্যান (ইরান), তান্না (অস্ট্রেলিয়া), টোনি এর্দম্যান (জার্মানি)
সেরা তথ্যচিত্র: ফায়ার অ্যাট সি, আই অ্যায়াম নট ইয়োর নিগ্রো, লাইফ, অ্যানিমেটেড, ওজে: মেড ইন আমেরিকা