আয়না ২৪ ডেস্ক
ফিল্মফেয়ারের ৬২ তম আসরে ছিল ‘দঙ্গল’-এর জয়জয়কার। সেরা সিনেমা, সেরা পরিচালক বিভাগে পুরষ্কার জিতে নিয়েছে আমির খান অভিনীত সিনেমাটি। ‘উড়তা পাঞ্জাব’ও বেশ কয়েকটি পুরস্কার ঘরে তুলেছে।
সিনেমাটির অভিনেতা শাহিদ কাপুর জিতে নিয়েছেন সেরা অভিনেতার সমালোচক পুরস্কার। ‘আলিগড়’ সিনেমার অভিনেতা মনোজ বাজপায়ীর সঙ্গে অবশ্য ভাগাভাগি করে নিতে হয়েছে পুরস্কারটি।
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেলেন ঋষি কাপুর, ‘কাপুর অ্যান্ড সন্স’-এর জন্য। ‘নিরজা’ সিনেমায় অভিনয় করে এই বিভাগের সেরা অভিনেত্রী হয়েছেন শাবানা আজমী।
এবারের আসর উপস্থাপনা করেছেন সালমান খান ও করন জোহর। একে একে তারকাদের আগমনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সমালোচকদের রায়ে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘নিরজা’ সিনেমাটি। একই ছবিতে অভিনয়ের জন্য এই বিভাগের সেরা অভিনেত্রী হয়েছেন সোনম কাপুরও। এবারের আসরে সেরা অভিষিক্ত নায়ক হিসেবে পুরস্কার জিতেছেন দিলজিৎ দোসাঞ্জ(উড়তা পাঞ্জাব) এবং সেরা অভিষিক্ত নায়িকা রিতিকা সিং(সালা খারুস)।
সেরা সংগীতের পুরস্কার জিতে নিয়েছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। এই সিনেমার গানের জন্যই সেরা গায়ক হয়েছেন অরিজিত সিং।
আজীবন সম্মাননা দেওয়া হয়েছে বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে।