• Home  / 
  • জাতীয়  / 

নতুন বছরে ৬ দশমিক ৮ ভাগ প্রবৃদ্ধির আশা দেখছে বিশ্ব ব্যাংক

জানুয়ারি ১১, ২০১৭
Spread the love

আয়না২৪ ডেস্ক

নতুন বছরে   (২০১৭ সাল)  বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ ভাগ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিশ্বব্যাংক। ২০১৬-১৭ অর্থ বছরে প্রথম ছয় মাসে প্রবৃদ্ধি ও অর্থনৈতিক ধারা হিসাব করে এই প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক।
 
বিশ্বব্যাংক তার প্রতিবেদনে জানায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি পেতে পারে।
 
বিশ্ব অর্থনীতির গতি-প্রকৃতি নিয়ে আন্তর্জাতিক ঋণদাতা এ সংস্থার প্রতিবেদন ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ অনুসারে দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি অর্জনে বেশ এগিয়ে ভারত। বিশ্ব ব্যাংকের তথ্যমতে চলতি অর্থবছরে জিডিপি ৭% প্রবৃদ্ধি অর্জন করবে দেশটি। অন্যদিকে পাকিস্তান ৫.২% প্রবৃদ্ধি অর্জন করবে বলে ধারণা করা হচ্ছে।
 
বাংলাদেশে গত অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭% -এর বেশি ছিল। বছরের চূড়ান্ত হিসেব অনুসারে প্রবৃদ্ধি হয় ৭ দশমিক ১১ শতাংশ। সেবার অবশ্য বিশ্ব ব্যাংক জানিয়েছিল, বাংলাদেশের প্রবৃদ্ধি কোনভাবেই ৬.৫ ভাগের বেশি হবে না। কিন্তু সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে শেষ পর্যন্ত ৭ ভাগের ওপরে প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয় বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয়ের তথ্যানুসারে, চলতি অর্থ বছরেও ৭ শতাংশের বেশি হবে প্রবৃদ্ধি।
সৌজন্যে ওয়ার্ল্ড ব্যাংক ডটওরগ।