আয়না ২৪ ডেস্ক
সিরিয়ায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন খ্রিস্টান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। রবিবার বড়দিন উপলক্ষে দেয়া ভাষণে পোপ বলেন, সিরিয়া যুদ্ধে যথেষ্ট রক্ত ঝড়েছে। এখন এই যুদ্ধ বন্ধ হওয়া দরকার।
ফিলিস্তিন ও ইসরাইলকে প্রতিশোধস্পৃহা থেকে সরে আসার আহ্বান জানান পোপ। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার লোকের সামনে বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি।
কয়েকদিন আগে বার্লিনে লরি হামলায় অনেক লোক নিহত হয়। সেই কারণে ক্রিস্টমাস ডে তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পোপ ওই নিহতদের স্মরণ করেন।
সিরিয়া সম্পর্কে পোপ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত গত ৫ বছর ধরে চলা সিরিয় গৃহযুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা।
তিনি আরো বলেন, ইসরাইল এবং ফিলিস্তিন এক হয়ে সমস্যার শান্তিপূর্ণ সমাধান করবে এবং নতুন ইতিহাস রচনা করবে। তিনি বিশ্ব সন্ত্রাসবাদের প্রতি নিন্দা জানান।
শনিবার ভ্যাটিকানে বড়দিনের আগের দিন সন্ধ্যার প্রার্থনা সভায় পোপ বিশ্বব্যাপী শিশুদের নিরবিচ্ছিন্ন দুর্ভোগেরও নিন্দা জানান। খ্রিস্টীয় ‘বড়দিনের’ প্রকৃত তাৎপর্য বস্তুগত ভোগ-বিলাসের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠান চলাকালে ভ্যাটিকানজুড়ে কড়া নিরাপত্তা নেওয়া হয়। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ওই প্রার্থনা সভায় যারা যোগ দিতে এসেছিলেন তাদের মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়।
‘বড়দিনের’ আগে বার্লিনে ট্রাক হামলাসহ ইউরোপজুড়ে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার কারণে ভ্যাটিকানের সমাবেশেও নিরাপত্তাহীনতার বোধ ঘিরে রেখেছিল।
যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে শনিবার শুরু হওয়া ‘বড়দিন’ পরবের প্রথম এ অনুষ্ঠানে পোপ বলেন, বস্তুগত বিষয়গুলো ক্রিসমাস পরবকে ‘জিম্মি’ করে ফেলেছে, তাই এবারের পরবে আরো ‘নম্রতা’ আসা দরকার।