চালকবিহীন অত্যাধুনিক যুদ্ধ বিমান বানাল চীন

ডিসেম্বর ২৭, ২০১৬
Spread the love

আয়না২৪ ডেস্ক

অত্যাধুনিক প্রযুক্তির চালকবিহীন যুদ্ধবিমানের সফল পরীক্ষামূলক উড্ডয়নে সফল হয়েছে  চীন। মার্কিন যুক্তরাষ্ট্রের এফ ৩৫ বিমানের বদলা হিসেবেই জে ৩১ মডেলের এই বিমানের পরীক্ষা করা হয় বলে মনে করা হচ্ছে।

 সোমবার সংবাদমাধ্যমকে জানানো হয়, এই বিমানের সফল পরীক্ষা করা হয়েছে শুক্রবার। জানানো হয়েছে, নতুন এই চালকবিহীন বিমানে রয়েছে অত্যাধুনিক বৈদ্যুতিন যোগাযোগ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অজস্র অস্ত্রশস্ত্র। চীনের প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘‌বিমানের গঠন, ডানা এবং ইঞ্জিনে অনেক উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।’ বিমান তৈরি করেছে চীনেরই একটি সংস্থা। প্রয়োজনে বিদেশেও এই বিমান বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। দাম পড়বে ৪৭৪ কোটি টাকা।‌