• Home  / 
  • স্বাস্থ্য  / 

নিয়মিত ঠান্ডা পানি পানে কমে যেতে পারে গর্ভধারণ ও সন্তান জন্মদানের ক্ষমতা

ফেব্রুয়ারি ১৯, ২০১৮
Spread the love

বিশেষ প্রতিনিধি 

যারা গরমে আরাম পেতে  ঠান্ডা পানি  পান করেন তাদের জন্য দুঃসংবাদ দিয়েছেন গবেষকেরা। গবেষকেরা বলেছেন, অতিরিক্ত ঠান্ডা পানি পান করলে শরীরে জটিল ক্ষতি করতে পারে।  এতে বাড়তে পারে শরীরের  ওজন। এমনকি আক্রান্ত হতে পারেন ডায়াবেটিস রোগে।  আর  নারীদের ক্ষেত্রে এটা আরও ভয়ানক পরিণতি বয়ে আনতে পারে।

ঠান্ডা পানি পানে নারীদের নির্দিষ্ট বয়সের আগেই ঋতুস্রাব শুরু হওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যার জন্ম  দিতে পারে এমনকি  গর্ভধারণ ক্ষমতা্ও কমিয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। 

যুক্তরাষ্ট্রের   বোস্টন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের একদল গবেষক সম্প্রতি এমন তথ্য দিয়েছেন। তাঁরা বলছেন, অতিরিক্ত ঠান্ডা পানি পান করলে তা নারীদের গর্ভধারণ ক্ষমতাও কমিয়ে দিতে পারে। আর পুরুষদের ক্ষেত্রেও এমন আশঙ্কার কথা বলছেন এই গবেষকেরা। নিয়মিত ঠান্ডা পানি পানে পুরুষদেরও সন্তান জন্মদানের  ক্ষমতা হ্রাস পেতে পারে।  

গবেষক দলটির প্রধান এলিজাবেথ হাচ  এমন তথ্য দিয়ে বলেন, ‘সন্তান ধারণের ক্ষমতার সঙ্গে ঠান্ডা পানীয়র সম্পর্ক রয়েছে। এজন্য ‌যারা সন্তান নেওয়ার চিন্তা-ভাবনা  করছেন তাদের ঠান্ডা পানি  কমাতে হবে।’

এই গবেষণাকালে চার হাজার নারী ও এক হাজার পুরুষের মধ্যে সমীক্ষা চালান গবেষকেরা।  সমীক্ষায়  দেখা ‌যায়, ‌যারা নিয়মিত ঠান্ডা পানি বা পানীয় পান করেন না সেই সব নারীদের গর্ভধারণ করার ক্ষমতা ‌যারা নিয়মিত পান করেন তাদের থেকে ২৫ ভাগ বেশি। আর নিয়মিত ‌ ঠান্ডা পানীয় পান করা  পুরুষদের  সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা   ৩৩ ভাগ কমে যায়।