আয়না২৪ নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জের পিরোজপুর কাটাখালি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার নীজদেবপুর গ্রামের মফিজউদ্দিনের ছেলে আব্দুল মান্নান সরদার (৫০) ও সোনাতলা গ্রামের আজগর আলির ছেলে নুর হোসেন (৩২)। আহতরা হলেন তুহিন ও শান্ত।
আহত দুজনকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নুর হোসেন মোটরসাইকেলযোগে সাতক্ষীরা অভিমুখে আসছিলেন। তার মোটরসাইকেলে ছিলেন তুহিন ও শান্ত। তারা কালিগঞ্জের কাটাখালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগামী আরেকটি মোটরসাইলের মুখেমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও দুইজন আহত হন।
কালিগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা আতিয়ার রহমান জানান, দুর্ঘটনার খবর শুনে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, নিহত ও আহত ব্যক্তিরা সড়কের ওপর পড়ে রয়েছেন। তাঁদের উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দুজনকে জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর হোসেন মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সাতক্ষীরা কালিগঞ্জ সার্কেলের (এএসপি) ইমরান মেহেদী সিদ্দিকি জানান, পুলিশ লাশ দুটি উদ্ধার করে দেবহাটা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। আহতরা একই স্থানে চিকিৎসাধীন আছেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।