‘ রেইন ট্রি’ হোটেলের বিরুদ্ধে তিনটি মামলা করবে শুল্ক বিভাগ

Spread the love

আয়না২৪ প্রতিবেদন

আলোচিত ‘দ্য রেইন ট্রি’ হোটেলের বিরুদ্ধে তিনটি মামলা করবে শুল্ক বিভাগ।  আজ রোববার দুপুরে বনানীর কে-ব্লকের ২৭ নম্বর সড়কে অবস্থিত এই হোটেলটিতে অভিযান চালায়  শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
 
অভিযানে নেতৃত্ব দেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের  যুগ্ম পরিচালক শফিউর রহমান ও বিভাগীয় কর্মকর্তা সিফাত-ই-মরিয়ম। অভিযানে ওই হোটেল থেকে অবৈধ ১০ বোতল মদ উদ্ধার হয়।  

অভিযান শেষে শুল্ক বিভাগের যুগ্ন পরিচালক শফিউর রহমান বলেন, শুল্ক ফাঁকি দিয়ে মদ বিক্রির অভিযোগ, অর্থ পাচার  ও শুল্ক ফাঁকি আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হবে ‘দ্য রেইন ট্রি’ হোটেলের বিরুদ্ধে।

এর আগে গত শনিবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ‘দ্য রেইন ট্রি’তে অভিযান চালালেও কিছুই উদ্ধার করতে পারেনি।
 
গত ২৮ মার্চ হোটেলেটিতে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ দুই তরুণীকে ধর্ষণ করে। এঘটনায়  গত ৬ মে  একটি মামলা করা হয়। এই মামলার পাঁচ আসামির মধ্যে দুইজনকে এরইমধ্যে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বর্তমানে রিমান্ডে আছে।