আয়না২৪ ডেস্ক
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতিবছরের মতো সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালিত হবে । দিবসটির এবছরের প্রতিপাদ্য হল- ‘ক্রান্তিকালে সমালোচকের দৃষ্টি : শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ (ক্রিটিক্যাল মাইন্ডস ফর ক্রিটিক্যাল টাইমস : মিডিয়া’স রোল ইন এডভান্সিং পিসফুল, জাস্ট এন্ড ইনক্লুসিভ সোসাইটিস্)।
দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আগামীকাল সকাল সাড়ে ১০টায় আলোচনা সভার আয়োজন করেছে । বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এছাড়াও ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ সকাল ১০টায় ডিআরইউ ভবনে আলোচনা সভার আয়োজন করেছে।
দিবসটি উপলক্ষে তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক নিবন্ধে বলা হয়েছে, দেশের উন্নয়নকে টেকসই, গতিশীল ও অংশগ্রহণমূলক করতে অবাধ তথ্য প্রবাহের কোনো বিকল্প নেই। দিবস উপলক্ষে দেশের সকল বিভাগীয় শহর, জেলা, উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।