নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ছেলে, আহত বাবা

এপ্রিল ১৬, ২০১৮
Spread the love

আয়না২৪ সংবাদদাতা 

নোয়াখালীর হাতিয়া পৌরসভার খবির মিয়ার বাজারে ‘সন্ত্রাসী’র গুলিতে নীরব উদ্দিন নামে এক শিশু নিহত হয়েছে এবং এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে নীরবের বাবা মিরাজ উদ্দিন।

নীরব উদ্দিন এর বয়স ছিলো ১০ বছর।

নিহত নীরব উদ্দিন ওই এলাকার রহমানিয়া ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণী ছাত্র ছিলো। তার বাবা মিরাজ উদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় এই গুলির ঘটনা ঘটে। ওই দিন রাতে শিশুটি মারা যায়।

পুলিশ কর্মকর্তারা জানান, মিরাজ স্থানীয় আ. লীগের রাজনীতিতে জড়িত। দলের অন্য একটি পক্ষের সমর্থকদের সঙ্গে তার বিরোধ চলছিল বলে তিনি অভিযোগ করেছেন।

আহত মিরাজ অভিযোগ করেন, ২০ থেকে ৩০ জন ‘সন্ত্রাসী’ রাতে তার বাড়িতে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় তিনি ও নীরব গুলিবিদ্ধ হন। হামলাকারীরা তার রাজনৈতিক প্রতিপক্ষ ছিলো।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা বিমান চন্দ্র আচার্য বলেন, শিশু নীরবের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলির চিহ্ন ছিল। তার বাবার হাত ও পিঠে গুলির চিহ্ন রয়েছে।

হাতিয়া থানার ওসি মো. কামরুজ্জামান সিকদার জানান, নীরবের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মিরাজের অভিযোগ পুলিশ খতিয়ে দেখছে।