ইংরেজি প্রথমপত্রে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩৪৪৮ জন

নভেম্বর ৫, ২০১৭
Spread the love

বরিশাল প্রতিনিধি

জেএসসি পরীক্ষায় ইংরেজি প্রথমপত্রে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় ১৭২টি কেন্দ্রে ৩ হাজার ৪৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে বরিশাল জেলায় ১০২৫ জন, ঝালকাঠি জেলায় ৩৪১ জন, পিরোজপুর জেলায় ৪০৬ জন, পটুয়াখালী জেলায় ৬৮৫ জন, বরগুনা জেলায় ৩৯১ জন ও ভোলা জেলায় রয়েছে ৬০০ জন।

ইংরেজি প্রথমপত্রে বহিষ্কৃত মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ জন। এরমধ্যে ভোলা জেলায় ১১ জন এবং পটুয়াখালী ও বরগুনা জেলায় ১ জন করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম। 

এদিকে ঝালকাঠী জেলার নলছিটি উপজেলায় বি. জি ইউনিয়ন একাডেমি পরীক্ষা কেন্দ্র থেকে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন- কুশঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মৃণাল কুমার মন্ডল ও ডেবরা বালিকা বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন। 

পরীক্ষাকেন্দ্রে প্রাপ্ত দায়িত্ব ও নিয়ম উপেক্ষা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল ইসলাম তাদের এ বহিষ্কারাদেশ দেন।

এ বছর বরিশাল শিক্ষাবোর্ডের আওতায় ১ লাখ ২১ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী রয়েছে। গত বছর ছিলো ১ লাখ ১৭ হাজার ৪৫৬ জন।