কিভাবে বউয়ের রাগ কমাবেন?

ফেব্রুয়ারি ১৯, ২০১৮
Spread the love

আয়না ২৪  জীবনযাপন

অনেকের সংসারে প্রায়শই হরতাল পড়ে যায়! ‘রাগ’, কথায় কথায় রাগ। আপনার জীবনসঙ্গীনীটি রাগ করেছে? আপনি চাচ্ছেন রাগ ভাঙ্গাতে কিন্তু পারছেন না!

বউ রেগেছে এমন সময় আপনার উল্টো রাগ করা ঠিক হবে না। কিংবা আপনি রেগেছেন সে সময় বউয়ের উচিৎ হবে না আপনার তালে তালে রাগ করা। এই সময় এমন কোন কাজ করতে হবে যেন সেই কাজে একজন আরেকজনের রাগ কমাতে পারে।

মেয়ে মানুষ যেমনতর কঠিন ভাবে জানে ভালবাসতে ঠিক তেমনি কষ্ট পেলে নরক নামিয়ে আনে এটাই স্বাভাবিক।খুব জলদি তারা আপনাকে টের পাইয়ে দেবে মেয়েদের রাগানো বা কষ্ট দিয়ে কাঁদালে যে ক্ষতি আপনারই! আপনার বউ এর রাগ অনেক ধরনের হতে পারে যেমন মনমালিন্য ধরণের রাগ,ভিষম রাগ আবার অতিরিক্ত মাপের রাগ।

যদি স্বাভাবিক বা মনমালিন্য ধরণের রাগ করে থাকে তাহলে আপনার যা করা উচিত-

-এই ক্ষেত্রে বউ সাধারণত তেমন রাগের মাথায় থাকে না।একটু বুদ্ধি করে আপনি যদি চলেন তাহলে খুব তারাতারি আপনি তাকে মানাতে পারবেন। তবে মনে রাখতে হবে যে এই রাগের ক্ষেত্রে কখনও তাকে মানাতে বেশি দেরি করতে যাবেন না। কারণ দেরি করলে সেই রাগ থেকে জন্ম নেবে আপনার বউ এর উপর আপনার কঠিন অভিমান।সেক্ষেত্রে কৌশলে আপনাকে অগ্রসর হতে হবে যুদ্ধের ময়দানে। যেমন –

– ঠান্ডা মাথায় তাকে মানাতে চেষ্টা করুন।
– কোন মতেই রেগে বা উচ্চ স্বরে কথা বলতে যাবেন না সেই সময়।
– তার সাথে কথা বলুন সব সময় সামনাসামনি কথা বলার চেষ্টা করবেন যদিও একটু সাতপাঁচ করবে কিন্তু সেটা স্থায়ী হবে না।
– কিছুটা স্বাভাবিক হয়ে গেলেও সে আপনার থেকে আরো বেশি কিছু আশা করবে চাইবে আপনি তাকে আরো মানান। এটা না করলে তার রাগ আবার ঊঠতে পারে।

আর যদি আপনার সাথে ভিষম রাগ করে থাকে তাহলে-

–সবচেয়ে ভাল হয় যদি তাকে আপনি সময় দেন রাগ কমানোর।
– নিজে যদি ভুল করেন তাহলে তা অকপটে স্বীকার করুন।
– হতে পারে সে আপনার সাথে ২/৩ ঘণ্টা কথা বলবে না, কিন্তু আপনি বড়জোর তার সাথে ২ ঘণ্টা এর বেশি কোন মতেই কথা না করে থাকবেন না।

বউ যদি অতিরিক্ত রাগী হয়, তাহলে-

-নিজে ধৈর্য ধরতে শিখুন। আপনার মাথা ঠাণ্ডা না থাকলে বউকে সামলাবেন কী করে বলুন? পৃথিবীতে সব মানুষ সমান হয় না। কারো রাগ বেশি থাকে, আবার কারোটা কম। আপনি না হয় কমের খাতায়ই নিজের নাম লিখিয়ে নিন।

-রাগের সময় আপনি তার সামনে থাকলে কখনোই তা আর কমবে না। তাই এ সময়টা তার কাছ থেকে দূরে থাকুন। কিছুক্ষণ পর রাগ কমে গেলে তাকে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করুন।

-যদি আপনার বউ আপনার সাথে রাগারগি করতে চায় তাহলে বলে দিন আপনার এসব করতে ইচ্ছা করছে না।তার যত দোষ আছে তা সরাসরি জানিয়ে দিন। অনেকে আবার আছেন এমন কোন উপায় বাদ রাখেন না তার বউ কে মানানোর জন্য। নানা রকম পদ্ধতি অবলম্বন করেও তারা ব্যর্থ হয়ে যান।

-আপনার বউ যদি কোনো বিষয়ে রাগ করে,কী কী প্রশ্ন সে করতে পারে এবং কীভাবে সেগুলোর উত্তর দেবেন আগে থেকেই মনে মনে চিন্তা করে নিন।আপনি তাকে মিথ্যা না বলে একটু সাজিয়ে-গুছিয়ে যদি বলতে পারেন তাহলে আপনার দ্বারাই আপনার স্ত্রীকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। দেখবেন, বউ রাগ হবে ঠিকই, কিন্তু অনেক দ্রুত সেই রাগ চলেও যাবে। যদি ভুল আপনি করেন আর সেই ভুলের জন্য আন্তরিকভাবে সেই দোষের জন্য দুঃখ প্রকাশ করেন।

হটাত করে বউ রেগে যাওয়াটা ভয়ানক বিপদের লক্ষন। আর তাতে অনেক কিছু হয়ে যেতে পারে আপনি কোন কিছু বুঝার আগেই। আর সেই বিপদ বয়ে যেতে পারে সারাজীবন। আর এ অবস্থায় যে কেউ যে কোন দূর্ঘটনা ঘটাতে চায়। বুদ্ধি খাটিয়ে সহজেই আপনি সব কিছু সামলে নিতে পারবেন। বউ রাগ করলে আপানার কিছুতেই উল্টো রাগ করা চলবে না। অন্তত নিজের সংসার এর জন্য হলেও। আপনার ভাল যদি আপনি না বুঝেন তাহলে ঈশ্বর ছাড়া কারো ক্ষমতা নাই আপনার ভালো বুঝার। তাই এমন আপনার এমন কোন কাজ করবেন না যার জন্য আপনার বউ আপনাকে দোষী করে। সাথে সাথে বউকে উপরের টিপস অনুযায়ী শান্ত করার চেস্টা করবেন।