দক্ষিণ চীন সাগরে মার্কিন ডুবোযান আটক চীনের
ডিসেম্বর ১৭, ২০১৬আয়না২৪ ডেস্ক দক্ষিণ চীন সাগরে একটি চালক বিহীন মার্কিন ডুবোযান আটক করেছে চীনা সৈন্যরা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, আমেরিকান একটি গবেষণা জাহাজ, ইউএসএসএস বোডিচের কাজের অংশ হিসাবে ওই ড্রোন ডুবোযানটি সেখানে মোতায়েন করা হয়েছিল। ডুবোযানটি ফিরিয়ে দেয়ার জন্য চীনের কাছে দাবি জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। এ বিষয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদও জানিয়েছে তাঁরা।তবে এখনো বেইজিংয়ের পক্ষ থেকে […]