করাচি বন্দরে চীনের ডুবোজাহাজ
জানুয়ারি ৮, ২০১৭আয়না ২৪ ডেস্ক এবার ভারতের নাকের ডগায় ভিড়েছে চীনের ডুবোজাহাজ। ভারতীয় সমুদ্রসীমা ব্যবহার করেই পাকিস্তানের করাচি বন্দরে ভিড়েছে বেইজিংয়ের এ যুদ্ধযান। এতদিন ভারত মহাসাগরীয় এলাকায় ডুবোজাহাজের ঘোরাফেরা, বিশেষ করে প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলংকার কলম্বো বন্দরেও হরহামেশাই পৌঁছে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিল ভারত সরকার। সেই কপালের ভাঁজ এবার আরও বেড়ে গেছে। চীনের ডুবোজাহাজ সোজা চলে আসছে পাকিস্তানের […]