৪৯ বছরের জন্য সিরিয়ার তারতুস ঘাঁটি পেল রাশিয়া
জানুয়ারি ২২, ২০১৭আয়না২৪ ডেস্ক সিরিয়ার তারতুস নৌঘাঁটির উন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে চুক্তি সই করেছে রাশিয়া ও সিরিয়া। বহু বছর ধরে ভূমধ্যসাগরের ওই ঘাঁটিটি ব্যবহার করে আসছে রাশিয়া। ঘাঁটিটিকে আগামী কয়েক দশক ধরে ব্যবহার উপযোগী করার লক্ষ্যে এ চুক্তি সই হয়েছে। বুধবার দামেস্কে এই চুক্তি সই হলেও শুক্রবার এর ঘোষণা দেয়া হয়। চুক্তি অনুযায়ীআগামী ৪৯ বছরের জন্য ঘাঁটিটি […]