সোমালিয়ার রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ১৭
জুন ১৫, ২০১৭আয়না২৪ ডেস্ক বৃহস্পতিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী হামলা চালানোর পর কমপক্ষে ১৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এর দায় স্বীকার করেছে ইসলামপন্থি জঙ্গি সংগঠন আল শাবাব। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, মোগাদিসুর পিজা হাউজের পুরো এলাকাটিতে জঙ্গিরা ২০ জনকে জিম্মি করে এবং পরে আত্মঘাতি বিস্ফোরণ ঘটিয়ে দুই জঙ্গি সহ মোট ১৯ জন লোক নিহত হয়। এরআগে […]