আরো দশ পৃথিবীর খোঁজ: নাসা
জুন ২১, ২০১৭আয়না২৪ ডেস্ক আমাদের এই নীলাভ গ্রহটির মতোই পাথুরে আরো ১০টি ‘পৃথিবী’র খোঁজ মিলেছে। এই ব্রক্ষ্মান্ডে যে আমরা একা নই, সেই বিশ্বাস আরো জোরালো করল নাসার কেপলার স্পেস টেলিস্কোপ (কেএসটি)। সোমবার নাসার পক্ষে সেটা ঘোষণা করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ান ও আনন্দবাজার পত্রিকার। আমাদের পৃথিবী যেমন এই সৌরমণ্ডলে বৃহস্পতি, শনি, নেপচুন, ইউরেনাসের তুলনায় আকারে ছোট, তেমনই […]