ফিলিস্তিনি সাংসদকে ছয়মাসের জেল দিল ইসরায়েল
জুলাই ১৬, ২০১৭আয়না২৪ ডেস্ক বিচার না করেই ফিলিস্তিনি সাংসদ খালিদা জারারকে ছয়মাস কারাবন্দি রাখার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ৷ বিতর্কিত এক আইনের আওতায় আরও দশ ফিলিস্তিনি সাংসদ বর্তমানে ইসরায়েলে বন্দি আছেন৷ জারারের বিরুদ্ধে এমন এক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ আনা হয়েছে, যেটিকে ইসরায়েল সন্ত্রাসী গোষ্ঠী বলে বিবেচনা করে৷ মানবাধিকার সংগঠন আড্ডামির বুধবার এসব তথ্য জানিয়েছে৷ ৫৪ বছর […]