বেশি দিন মহাকাশে থেকে রেকর্ড গড়া নারী মহাকাশচারী
সেপ্টেম্বর ৪, ২০১৭আয়না২৪ ডেস্ক সবচেয়ে বেশি দিন মহাকাশে থাকার রেকর্ড গড়ে পৃথিবীতে ফিরলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশচারী পেগি উইটসন। তিনিই প্রথম নারী, যিনি দুবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বা আইএসএসের কমান্ডার হিসেবে কাজ করেছেন। এর আগে মহাকাশে ৫৩৪ দিন থাকার রেকর্ড ছিল মার্কিন নভোচর জেফ উইলিয়ামসের। ৫৩৫ দিন মহাকাশে অবস্থান করে সেই রেকর্ড ভাঙলেন উইটসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প […]