‌পৃথিবীর আয়ু আর মাত্র ১০০ বছর!

Spread the love

আয়না২৪ ডেস্ক

আধুনিক বিশ্বের প্রধান  পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং মনে করেন, অস্তিত্ব রক্ষা করতে হলে আগামী এক শতাব্দীর মধ্যেই মানবজাতিকে পৃথিবী ছাড়তে হবে। বেঁচে থাকার জন্য অন্য কোনো গ্রহে আবাস গড়ে তুলতে হবে।   জলবায়ু পরিবর্তনের প্রভাব, মহামারি ও জনসংখ্যা বৃদ্ধির কারণে এই গ্রহের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে মনে করেন  এই বিজ্ঞানী।

বিস্ময়ের নাম স্টিফেন হকিং

স্টিফেন হকিং ‘এক্সপেডিশন নিউ আর্থ’ নামের বিবিসির একটি নতুন তথ্যচিত্রে এ মন্তব্য করেছেন। বিবিসি টু’তে ওই তথ্যচিত্র সম্প্রচার করা হয়েছে। এই তথ্যচিত্রের নির্মাতা হকিং নিজেই। এই তথ্যচিত্রটি বিবিসির সায়েন্স সিজন ‘টুমোরোস ওয়ার্ল্ড’-এর অংশ।

হকিংসের সতর্কবাণীঃ সভ্যতা রক্ষায় প্রযুক্তির নিয়ন্ত্রণ করতে হবে

তথ্যচিত্রে স্টিফেন দেখিয়েছেন, কীভাবে মানুষের নিজেই পৃথিবীকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যদিও ইতিমধ্যে মঙ্গল গ্রহে প্রাণের সন্ধানে খোঁজ শুরু করেছেন নাসার বিজ্ঞানীরা। সেখানে পাঠানো উপগ্রহ মারফত ছবিতে নদীখাতের ছবি ধরা পড়েছে। এর থেকেই বিজ্ঞানীদের অনুমান, সেখানে এক সময় প্রাণের অস্তিত্ব ছিল। সেই অনুমান পোক্ত করতে গবেষণা জোর দিয়েছেন বিজ্ঞানীরা। ইতিমধ্যেই সেখানে বসবাসের জন্য পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে।

হকিংয়ের ধারণা, আমরা যদি নতুন একটি পৃথিবী খুঁজে পেতে ব্যর্থ হই, তবে মানবজাতির অস্তিত্ব সর্বোচ্চ ১০০ বছর পর্যন্ত টিকবে।