আয়না২৪ ডেস্ক
তাঁকে খুঁজে বের করতে চালানো হয়েছে চিরুণী অভিযান। কিন্তু, যতদিন না নিজে ধরা দিয়েছেন, ততদিন পুলিশ তাকে ধরতে পারেনি। আলোচিত সেই হানিপ্রীত ইনসান ৩৮ দিনে ১৭ বার তাঁর ফোনের সিমকার্ড পরিবর্তন করেছিলেন। ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের ছায়াসঙ্গিনী হানিপ্রীত ৩৮ দিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়িয়েছেন এভাবেই। বলতে গেলে পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন এই নারী।
কী করে পুলিশের নজর এড়িয়ে ছিলেন, এবার ধীরে ধীরে তা বলতে শুরু করেছেন হানিপ্রীত। জানা যাচ্ছে, এই ৩৮ দিন ধরে ১৭ বার তিনি তাঁর মুঠোফোনের ফোনের সিমকার্ড বদলে ফেলেন। ধারণ করেছেন ছদ্মনাম। ব্যবহার করেছেন ছদ্মবেশ।
শুধু তাই নয়, যখনই ভুয়া সিমকার্ড ব্যবহার করেছেন, তখনই সেই ফোনে ইচ্ছা করে দিয়েছেন ভুল লোকেশন। তাই তাঁর নাগাল পেতে গিয়ে বিভ্রান্ত হয়েছে পুলিশ। এরমধ্যে তিনটি সিমকার্ড ছিল আন্তর্জাতিক। তাই কোন দেশে যে হানিপ্রীত লুকিয়ে আছেন, সেটা বুঝতে পারছিল না পুলিশ। এদিকে পুলিশের দাবি, জেরা করতে গিয়ে সম্পূর্ণ সহযোগিতা করছে না হানিপ্রীত। কখনও মিথ্যা বলছে। কখনও সত্য গোপন করে পুলিশকে বিভ্রান্ত করছেন তিনি। তাই তার নারকো টেস্ট করানোর কথা ভাবা হচ্ছে।